সাতের সদ্য ঘুম সাধা সুখে সাত সাগর তের নদীর
দুস্তর বাঁধা সাঁতরে স্বতঃস্ফূর্ত রূপকথা সহবাস,
বারোতে বাউন্ডুলে বালকের বাঁকা পা বেঘোরে
বখে অকারন ক্লাস কাঁটার বাহাদুরিতে বসবাস,
বয়ঃসন্ধির তেরোতে তুলতুলে তরুণীর তিল আঁকা
অধরের তিলোত্তমা হাসিতে কাঁপে তেপান্তর,
চৌদ্দের চোরা চৌখুপীতে চোখ ফুটে নিজের
অজান্তে ছেলেটি পৌরুষের দরোজায় উকি দেয়,
সতেরোর সকালে সাত তাড়াতাড়ি স্বর্ণ স্বাধীনতার
সগৌরব আগমন প্রত্যাশায় সাঁজে নব্য পুরুষ সরোবর,
আঠারোর আরাধ্য অধিকারের বোধ আনে মুক্তি নেশায়
আত্মমগ্ন স্বপ্নের চোখে নব্য বাতিঘরের ক্ষণজন্মা সুখ ।