আমার একুশ যদি ভালোবেসে ছুঁতো তার আঠেরোকে,
অথবা তার আঠেরো যদি আলতা রাঙা নাজুক পায়ের
জলছাপে ভালোবেসে মাড়িয়ে দিতো আমার একুশকে,
তার আর আমার গল্পটিও তবে আমাদের গল্প হতে পারতো,
আমার খাতার পাতায় পাতায় তার নাম লেখা হতো,
আমার বুক পকেটের ভাজে তার সুখের আবাদ হতো,
আমার রাত দুপুরের হাঁটগুলো তার নামে ইজারা হতো,
আমার সাত সমুদ্দদুরের বাটে তার জন্য হাওয়া বইত,
আমার স্বপ্নলোকের রাজপাটে তার নামে ময়ূরপঙ্খী ছুটতো,
তার মেঘ মেদুর চুলেও আমার ভালোবাসার ফুল হতো,
তার সিঁদুর রঙা ভুলের শেষে আমার সুখের কুল হতো,
তার চোখের দরিয়াতে আমার আমার পানসি আকুল হতো,
তার উথাল পাথাল হাসির ঝর্নাতলায় আমার স্নান হতো,
তার ঠোটের ব্রীড়া আমায় আদর দিতে কাছে ডাকতো,
তার বুকের নরম জমিনে আমার জন্য একটি বাড়ী হতো ।