শেষ থেকে শুরু, আবার শুরু থেকে শেষ,
এক একটি দিন শেষ হয়, শেষ হয় একজীবনের গল্প,
বিগত হয় এক মানুষ, উত্তরপুরুষে বেঁচে থাকে
মানবজাতি,
শেষ হয় দিন, শেষ হয় রাত, চলতে থাকে দিনযাপন

প্রজাপতির ডানায় চেপে ফিরে ফিরে আসে
প্রেম,
একই লাইন ধরে ফিরে ফিরে আসে সাঁটল ট্রেন,
চক্রাকারে ঘোরে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র অবিচল,
কলি বারবার ওলির তরে ফুল হয়ে ফোটে,
ঝরে যাবার আগে রেখে যায় বংশগতির বীজ,
অপরের তরে জল তরঙ্গে তরঙ্গে দোলে সরসিজ,
বীজ থেকে জীবনচক্রে আবার গাছ, ফুল ও ফল,
পালাক্রমে ফিরে ফিরে আসে সুখ ও
নিদানকাল,
শুরু থেকে শেষ, আবার শেষ থেকেই শুরু,
জন্ম জন্মান্তরের সুতোয় বাঁধা এক একটি চক্রবুহ্য,
ভালোবাসা ভেতরে পোড়ায়, বাইরে
বংশগতির আবহ ।