তোমার একটি পরিপাটি নিখুঁত ছবি চাইছি আমি,
নিখুঁত হাসি, নিখুঁত তুমি, নিখুঁত চোখের জলভূমি,
খুব করে চাইছি তোমার একটি ছবি, নিখাদ নাকছাবি,
সেই হাসি, টোল পড়া গাল, হাসিতে লুটোয় মহাকাল,
রাতের আঁধার চুল, খোঁপায় গোঁজা রহস্যের ফুল,
চিবুকে জেগে থাকা বুক মোচড়ানো হাতছানি,
একটু নেমে মরাল গ্রীবার পরিচিত কানাকানি,
চোখ থেকে চোখ নেমে গেলে কথা হয় জানাজানি,
তোমার উর্বশী বুকের বল্কলে পাহাড়িয়া আমন্ত্রণ,
পীনোন্নত স্তন থেকে নামতে নামতে নাভিমূল
ছুঁয়ে ক্রমশ সেন্সরড হয়ে যাবে চিত্রকরের তুলি ..
তোমার একটি পরিপাটি ও নিখুঁত ছবি চাই আমার,
যে ছবিতে আমার ক্যানভাসে তুমি পেয়ে যাবে প্রাণ,
যে ছবিতে তুমি গেঁয়ে যাবে অনন্ত সুন্দরের গান,
যে ছবিতে তুমি পেয়ে যাবে শত প্রজাপতির ডানা,
যে ছবিতে তোমাকে দেখে সময় হয়ে যাবে আনমনা,
যে ছবিতে আপন মহিমায় বিমূর্ত হয়ে পূর্ণ হবে তুমি,
পূর্ণ হয়ে তুমি নিজেকে তুমুল উড়াবে সর্বহারা ফাগুনে,
তোমার ছবিটি আমি পোড়াবো প্রতিশোধের আগুনে,
যেমন আমাকে তুমি বারবার পুড়িয়েছ বঞ্চনার অনল দহনে,
যেমন আমাকে তুমি হারিয়েছে অজস্র অসহায় আত্মহননে ।