তোমার জানালায় সুখ হয়ে আমি দোলা দিয়ে
যাই,
তোমার নাগরিক রাতের প্রান্তরেখা বিষাদ
ছুঁয়ে গেলে
আমি ভালোবাসার গান শুনিয়ে নদী হয়ে বয়ে
যাই,
সুবাতাস হয়ে আমি তুমুল নাড়িয়ে দিয়ে যাই
তোমার কষ্ট মেঘে মেঘে বোনা একলার আকাশ..
যদি কোনদিন দীঘল রাতের আঁখি নিয়মের ঘুমে
না জড়ায়,
যদি কোনদিন ভোরের পাখি ঘুম ভাঙানিয়া
গান না শোনায়,
যদি কোনদিন ফুলের হাসিতে বসন্তের আগমনী
না রয়,
যদি কোনদিন বাতাসের বাশিতে ডাকে ঝড়ের
মহা প্রলয়,
যদি কোনদিন সম্পর্কের রশিতে ফোঁসে ভাঙনের
বিধুর বিষ্ময়,
জেনো সেদিনও আমি ঠিক আছি তোমার
গানের জলসায়,
জেনো সেদিনও তোমার জন্য উত্তরীয় মেতেছে
সুরের মুর্ছনায়,
আমি সেদিনও দুলছি তোমার রোজের বাতাস
আসার জানালায়,
জেনো আমি সেদিনও রয়েছি তোমার সকল সুখের
প্রহরায়,
আমি তোমার সুখ দুঃখের পুরনো সাথী সেই বন্ধু
অকৃত্রিম,
আমি তোমার মনের ঘরের অধিপতি যেন বৃষ্টি
রিমঝিম,
আমি তোমার দিবারাত্রির সহচর, সেই সুরের
সারগাম,
ভালোবেসে তুমি যার নাম দিয়েছ উইন্ডচাইম....