স্বপ্নের পৃথিবীতে যে মুখ
বারবার দিয়ে যায় হানা,
যে চোখের মায়ায় সুখ
কেবলই হারার সীমানা,
জীবন পায়না আজ আর
ছুঁতে যার রক্তিম সীমানা,
তার কাছে ছুটে ছুটে যেতে
চায় মন যার গন্তব্য অজানা,
তাকে ভেবে ভেবে আজও
আমিই কি শুধু কান্না জমাই একা?
নাকি তার বুকেও আমার জন্য
রয়ে গেছে কিছুটা মরুভূমি ফাঁকা?