প্রপিতামহ,
আমি শুনেছি তুমি গুনতে দুই কুড়ি এক,
আমার কাছে আজ তা একুশ,
একুশ মানে একুশে ফেব্রুয়ারী,
একুশ মানে মাথা নত না করা,
একুশ মানে চেতনার সুউচ্চ ঝান্ডা,
জীবনে অনেক একুশ স্পর্শ করেছ তুমি,
তোমার আর আমার একুশ তবু এক নয়,
মাঝে আছে রক্তাক্ত রাজপথের ইতিহাস,
প্রাণের ভাষা প্রিয় বাংলার জন্য,
মায়ের মুখের চিরচেনা বুলির জন্য,
বুকের তাজা রক্ত দিয়েছে সুর্য সন্তানেরা,
বাঁধার পাহাড় ডিঙিয়ে এসেছে মায়ের জয়,
তবু তোমার সন্তান আটই ফাল্গুন নয়,
সিংহাসনের দখল আজও বেনিয়া একুশের,
চেতনার রন্ধ্রে রন্ধ্রে আজও গোলামীর বীজ,
কাগজ কলমে হানাদার মুক্ত হয়েছে ভাষা,
চেতনার দাসত্ব থেকে মুক্তি পায়নি পরমাত্মা।