আহত কবিতা


আহত কবিতারা ডুকরে কাঁদে
ঘামে ভেজা বুক পকেটে,
চির বন্দি ডাইরির পাতা থেকে
চিৎকার করে উঠে যন্ত্রণার শব্দমালা।


আহত কবিতারা নিভৃতে থাকে
সেঁত সেঁতে দাওয়ালের ঘরে
অযত্নে পরে থাকে অন্ধকারে
কষ্টেরা ফিরে আসে বারে বারে।


আহত কবিতা পরে রয় মোড়ানো কাগজে
কষ্টের তিব্রতায় মূর্ছা যায়,
পরে থাকে ফ্লোরের এখানে ওখানে
কবিতাদের পাওয়া যায় যাতনায়- আর্তনাদে ।