আমার সবুজ ফিরিয়ে দাও


আমি চাইনা নাগরিক রাজপথ
আমার সবুজ ফিরিয়ে দাও
প্রয়োজন নেই সভ্যতার বিলাসিতা
আমরা আকাশ মুক্ত করে দাও।


লাল নীল ঝঁক ঝঁকে বাতি নিবিয়ে ফেল
জোনাকিরা ফিরে আসুক
তোমার কৃত্রিম রঙ্গে-
প্রজাপতি আজ বিবর্ণ।


তোমার কংক্রিটের দেয়াল আর
রাস্তার পিচ সরিয়ে নাও
আমি প্রথম বর্ষার
জলে ভেঁজা মাটির গন্ধ নেব।


এখানে আবার জন্ম নেবে দূর্বা ঘাস
ফিরে আসবে সবুজ, প্রজাপতির রং
আর সেই সাথে ফিরে আসুক
ঝিঁঝিঁ পোকার ঝাক।


এখানে অর্কিড- ক্যাকটাসের
কোন প্রয়োজন নেই
এখানে ছিল হিজল-পলাশের বন
সেইতো ছিল ভাল ।


কাকেদের চিৎকার থামিয়ে দাও
খুব বিরক্তি কর
আমি কোকিলের গান শুনতে চাই
ফিরে আসুক না, নীল কন্ঠ পাখিটা।