২৭/২/২০১৮  
যুদ্ধে নিহত এক শিশুর স্মরণে লিখেছিলাম।
..................................


রোজকার অভ্যাস বশত ঘুমিয়ে পড়েছিলাম
ঘুম আসে নি, ভেঙে গিয়েছে বারবার, স্বপ্নের ঘুরে একটা ছবি অস্পষ্ট থেকে স্পষ্ট হয়ে এসেছে।
মেয়েটি দেয়ালে ঠেশ দেয়া, হাতে অক্সিজেনের মার্ক্স, কী নিষ্পলক চাহনি!


একটি প্রশ্ন করে যাচ্ছে বারবার
আমার অধিকার ছিল মায়ের মমতা পাওয়ার,
আমার অধিকার ছিল বাবার স্নেহ পাওয়ার,
আমার অধিকার ছিল বোনকে ভালবাসার,
আমার অধিকার ছিল শৈশব আনন্দে কাটার,
আমার অধিকার ছিল বেণী দুলিয়ে স্কুলে যাওয়ার,
আমার অধিকার ছিল জীবনকে উপভোগ্য করার,
আমার অধিকার ছিল পৃথিবীতে বেঁচে থাকার,
তোমারা দাওনি আমার অধিকার, কেড়ে নিয়েছ নিষ্ঠুর হায়ানার মত।
কী দোষ আমার? দেশ জাতি ধর্ম বর্ণের বিভেদ
তা  তোমাদের তৈরী।
তোমাদের চোখে আজ কোমলতা নেই, হিংসার বহ্নী।
মানবতা তোমাদের মুখের বুলি, রাজনীতির ভাষা।
ঘৃণা আর ক্ষমতার মোহে হারিয়েছে তোমাদের ভালবাসা।
নিজ জীবনের অন্তিমে তাই জিজ্ঞাসা আমায়
বিশ্ব বিবেক জেগে উঠতে আরো কত কত লাশ প্রয়োজন?