জলের উপর জলমহল আজ করছে টলমল,
আমার চক্ষে জল শুকাবে দেখলে সে কমল।
তার চোখেতে জল পড়েছে টপটপাটপ সুরে,
সে গান আমি বেঁধে রাখি আমার মনোপুরে।
বাদুড় চোখে চোখ রেখেছি চোখ তার ছলছল
তাই দেখিনা বুঝতে পারি বাঁধা আজ শিকল।
তবু যদি দেখতাম তারে আমার চোখের দেখা,
ফুটতো তবে আবেগ ছুঁয়ে ঠিক প্রণয়ের রেখা।
অদেখা সে আমায় দেখে   যেথায় কোলাহল,
চোখ ফোটেনা বলেই আমি    দেখিনা অমল।