আমার কবিতা বিনোদন দিলো তোমাদের আগা গোঁড়া,
তাই বিনোদন আমার বেলায় হলোনা আজো যে খোঁড়া।
কৌতুক করে অভিনেতা আজ মাচান আড়ালে কাঁদে,
যে দিলো খাবার তার যেন স্বাদ হলোনা পাওয়া যে রাঁধে।
জাদুকর জানি ইন্দ্রজালের মোহে বাঁধে নিজ বাসা,
সকলে মোহিত নিজের বেলায় দুঃখ এসেছে খাসা।
দিয়ে গেলো যারা পৃথিবীর বুকে সুখের আঁচল মেলে,
মরণের আগে তাদের ভাবনা "তুমি নিজে কিবা পেলে"।
কবি লিখে চলে নিজের কবিতা যতদিন বেঁচে থাকে,
কবির প্রেমের কবিতা পড়েছে প্রেমিক প্রেমকে আঁকে।
অথচ কবির নিজের বেলায় কেটে যায় প্রেম খরা,
বিষাদিত এই পৃথিবীর বুকে নিজেকে আপন করা।
ক্ষীরোদ কিম্বা মিঠাই গড়েছে যারা আজ দিতে স্বাদ,
নিজের জীবনে মিটেনা দুঃখ পেয়ে মিছে অপবাদ।
তাই বিনোদন অধরা রয়েছে কবির জিবনে আজি,
জীবনের মাঝে লিখে চলে শুধু বোঝেনা যে কারসাজি।
জীবনের রেসে পরাজিত সে যে মননের রেসে জয়ী,
সফল কবিরা পরের বেলায় নিজেকে করেছে ক্ষয়ী।
তাই কবিদের দুখের কাহন সীমাহীন এক দেয়াল,
আছে কিবা আর পাঠকের মনে সেদিকে আবার খেয়াল।
বিনোদন তাই অধরা কবির ঈদ কিবা ফাল্গুনে,
পরের সুখেতে কাতর কবির হৃদয় কবিতা বুনে।