সময় আমার কেটে গেছে আজ
যৌবনের দোলাচলে চলে কাল;
দেখিনি আরশি পানে কি বিরাজ
দেখা যে হয়নি আর নিজ ভাল।


তোমার বুকের ভেতর আয়না,
যদি দেখে শুধু মুখ এ আমার;
তবে রইবেনা  কোনবা বায়না
ভেঙে যাবে সব অকূলপাথার।


সময়ের স্রোতে বাড়ে জীবদ্দশা
যৌবন আজকে হলো উষ্ঠাগত;
নিজের আরশি পানে নিজে পশা
বয়সের ভার করেছে আহত।


যুগল আয়না মিলে গেলে জানি
দেখা হবে অদেখার সে আনন;
তখন দেখবো না যে নিজ বাণী
ফুটবে দোঁহের কুসুমে কানন।


আরশির পানে এসো এইবার,
সূর্যের মতন আমি জেগে রই;
রাতের মাঝেতে নামে আঁধিয়ার
দেখিনা আরশি পানে চাঁদ কই।