হারিয়ে গেছে এই সমীরে আমার সকল গান,
শুনিনা রে শুনিনা আর তাঁর সে মধুর তান।।
জগত বিহার করে চলি      নানান রূপে মন উছলি,
বুঝি কেবল ছিলো মনেই    করতো আহ্বান।।


এখন আমার গানের খাতা    শুন্য পড়ে রয়,
দেখি চোখে কেবল অমা  রয়না জ্যোতির্ময়।
পাড়ার সবে বলে ডেকে    রাগিণী যে গেলো বেঁকে,
কেন আমি হারিয়ে গেছি পাইনা গানে টান।।


বুঝতে পারি ছেদ পড়েছে তাঁর আমারি তরে,
গানের ধারা আসেনা যে আগের মতন ভরে।
অন্বেষণের ধারা বেয়ে      খুঁজি আমার গীতি ছেয়ে,
তখন আমার মনে পড়ে   সমীরে নাই দান।।