যাযাবর দুনিয়ায় কে দেবে আমারে সায় মানুষ খুঁজেছি আমি
বিচিত্রতা মেখে গেছে মানুষের মন নেচে করছে কেবল ক্ষিতি;
আর গায় শুধু শুনি অহংকারের এ ধুনী নিজের মহিমা গীতি
স্বরূপের চিহ্ন এঁকে দিয়েছে সু-সব ঢেকে দেখি আঁধিয়ার যামী।
পৃথিবীর সব ঘের পেয়েছি অধুনা টের কোথা মনুষ্যতের বাস
চাদরের উষ্মা ঢাকা যাদের রয়েছে চাকা হয়না তাদের কিছু;
তাই যেন সমাজের সকল ক্ষমতা ফের আছে লেগে তব পিছু
আমার মতন লোক মেতে যে করছে শোক মন করে হাঁসফাঁস।।


আজকে চাঁদের দ্যুতি করে নিমিখে আকুতি পায়না মানব দেখা
আমার মতন যারা ভাবছে মানুষ তারা পথে পড়ে আছে ত্যাগে;
নিজেদের ভাটি দেখে তারা সব উঠে চেখে বোঝেনা জীবন বেগে
তাদের ফিরিস্তি আজ দিলো বিধাতার সাজ হলোনা জীবন শেখা।
যাযাবর দুনিয়ায় চৌকাঠ পেরিয়ে তায় লেগে গেছে মনে ঘোর;
বুঝি আজ আমাকেই দেখাল বিধাতা সেই বেঁধেছে দুখের ডোর।।