হার মেনেছি তোমার কাছে বাজিয়েছি বাজনা,
তোমার কাছে দেবো কি হে জমে আছে খাজনা।
তোমার কাছে হারে জানি সবাই,
মনের পশু করছি আমি জবাই,
লিখে চলি নিজ কবিতা সুখের পরশ দ্বারা,
আছে আমার সম্বল তাই হলাম পাগলপারা।
আমার সুখের রাজত্ব এক কাব্য;
রাখিনি আর লুকিয়ে কিছু সকল আমার ভাব্য।
জীবন গানের কথা লিখে সাজিয়ে তোমায় তুলি;
তোমার জানি রাজত্ব এক ভাসেনা আর দুলি।
দেবো তোমায় সাতমণিহার নাই যে আমার তাই;
দেবো তোমায় বিশাল সম্পদ দাওনি সেথা ঠাঁই।
আছে আমার শুধুই মনন ছেদে;
দেখো আমায় ভেদে।
তাই দিয়ে যে লিখি কাব্য আমার প্রগাঢ় ভুখে;
তাই নিয়ে যে আছি আমি সুখে।
জানি সবাই দিয়ে চলে তাদের সকল খাজনা;
তাই বুনিনি ফুলের মালা বুনেছি গান বাজনা।
দিয়ে যদি চলো আমায় সুধা;
বাড়বে কেবল আমার মনন ক্ষুধা।
মেনে নিয়ে গ্রাহ করো আর কবিতা সবি;
খাজনা আমার কাব্য খাতা দিলাম এঁকে ছবি।