আমি আকাশের দিকে চেয়ে থেকে বলি তুমি কতো বিশাল;
আকাশ তখন উত্তরে বলে আমি কিছুইনা।
আমি সাগরের দিকে চেয়ে থেকে বলি তোমার কতো দোল;
সাগর তখন উত্তরে বলে এতো কিছুইনা।
আমি ফুলের দিকে চেয়ে থেকে বলি তোমরা কতো বিচিত্র;
ফুলগুলো তখন উত্তরে বলে আমরা কিছুইনা।
আমি তারকার দিকে চেয়ে থেকে বলি তোমরা অগণিত;
তারকারা তখন উত্তরে বলে এ সংখ্যা যে কিছুইনা।


অবশেষে আমি হতাশা মেখে বলি তবে কারা বিশাল,
কাদের এতো দোলা, কাদের এতো বিচিত্রতা, কারা এতো অগণিত।


উত্তরে আকাশ, সাগর, ফুল আর তারকারা বলে
মানুষের মন।


আমি মশাদের দিকে চেয়ে থেকে বলি তোমরা এতো ক্ষুদ্র
মশারা তখন উত্তরে বলে আমরা কিছুইনা।
আমি জোনাকির দিকে চেয়ে থেকে বলি তোমরা এতো সংকীর্ণ
জোনাকি তখন উত্তরে বলে এতো কিছুইনা।
আমি সাপের দিকে চেয়ে থেকে বলি তোমরা এতো ভয়ঙ্কর
সাপেরা তখন উত্তরে বলে আমরা কিছুইনা।
আমি গিরগিটির দিকে চেয়ে থেকে বলি তোমরা এতো বহুরূপী
গিরগিটি তখন উত্তরে বলে আমরা কিছুইনা।


অবশেষে আমি হতাশা মেখে বলি তবে কারা ক্ষুদ্র,
কারা এতো সংকীর্ণ, কারা ভয়ঙ্কর আর কারা বহুরূপী।


উত্তরে মশা, জোনাকি, সাপ আর গিরগিটি বলে
মানুষের মন।