অবারিত বেদনার চঞ্চল রাগিণী আজ ---- উদ্ভাসিত হলো প্রতি ক্ষণে
অনিরুদ্ধ করে চলে ---- বেদনা আমায় যেন নিজের অপার মহিমায়;
বোঝেনা কেউতো জানি সঙ্গীতের কথাধারা রূপকের আড়ালের স্বনে
লিখে চলি আমি বেগে আমার আবেগ মেখে বিধাতা দিয়েছে বলে সায়।
সাগরের তরঙ্গের মাধুরী মঞ্জরী আজ ফুটেছে আমার চোখে লেগে
কোরকের বাসনার উদ্বেল স্রোতের কথা ---- গতনিদ্র সিন্ধু আজ বলে;
হতে তার মতো আজ সকল আঘাত সয়ে পৃথিবীর বুকে থেকে জেগে
মানুষ আমার কি বা সাধ্যি আছে তা হবার সকল আঘাত আজ দ'লে।।


চরাচর মাঝে শুধু আমার আপন ধন ---- বিধাতাকে বলে আমি জানি
আমার মনের কলি -- জপে চলে তাঁরে নিতি পরিস্ফুটিত হবার লাগি;
অবারিত বেদনার উদ্দীপ্ত আকাঙ্ক্ষা আজ -- অবদমন করেছে বাণী
কিরূপ রুখব সবি লোকের আঘাতে আজ কাঁদায় আমায় থাকি জাগি।
আনন্দের রাগিণী যে তফাৎ মেপেছে সদা করেছে আমারে নাজেহাল;
বিধাতার দানে আজ - বেঁচে আছি পৃথ্বী বুকে খুঁজছি নিজের সুখতাল।।