স্বর্গ আমি খুঁজে চলি আকাশ মাটির পারে,
আলোক কিবা নিকষ অন্ধকারে।
কোথায় স্বর্গ; কোথায় স্বর্গ খুঁজে চলি আজ;
স্বর্গ নাকি সাত আকাশের পারেতে বিরাজ।
মুগ্ধ হবো দেখলে জানি আমার স্বর্গখানি;
সেথায় নাকি অমরাবতী করে কানাকানি।
স্বর্গের দেখা যে পেয়েছে তাই;
জীবন সুধা বিসর্জনে দিয়েছে তাঁর ঠাঁই।
মরণ পরে স্বর্গ আসে নরক আসে আরো;
কেউ কি আমায় তাহা বলতে পারো!
কেউ জানেনা স্বর্গ কোথা ভবে;
মাতে কলরবে।
মানলে বাণী ধাতার বাণী স্বর্গ নাকি আসে;
সেথায় নাকি ঋক্ষে নিকট লোকের কাছে ভাসে।
সেথায় নাকি উড়ে কেবল ফানুস
সেই লোভেতে পড়ে জগত মানুষ।
স্বর্গের দেখা পায়নি যে কেউ বলছে সবাই আজ;
আমি বলি স্বর্গ হলো কাজের কারুকাজ।
করলে ভালো কর্ম তবে স্বর্গ মিলে ভাই,
তা না হলে বৃথা সকল তাই।
স্বর্গ কোথায় বলে উঠি আমার মনের মাঝে;
স্বর্গ হলো আমার গীতি বিধাতা বিরাজে।
মায়ের কোলে ধূলি মেখে স্বর্গ আশা করি;
অথচ হায় স্বর্গ থাকে মানব হৃদয় ভরি।