পলাশ বনে লুব্ধ নীলকণ্ঠ মৃগের শত বর্ষ ,
প্রাচীন বৃক্ষের মূলে লতার স্নেহের স্পর্শ ।
ফুলের রং, হলদে পাখির গান,
সৃষ্টির মহা নাট্যে প্রেম নির্বাণ।
বাতাসের স্বভাবে হাস্য মিশ্র নীরবতা,
বন্য পুষ্পের সুগন্ধে হয় অন্তিম যাত্রা ।
বিস্ময়ে পূর্ণ, অপূর্ণ মিছিল নগরে ,
শান্তির খোঁজে আমি নগরীর অদূরে।
ফসলে ভরা জমি কত মাঠ ঘাট,
নিশীথে ভেসে আসে শিয়ালের ডাক।
পদ্ম পাতায় খেলা করে ধবল হাঁস,
কচুরিপানার ফাঁকে পানকৌড়ির বাস।
প্রকৃতি দেখে ভাবি মনে মনে,
হারিয়ে মন বিরাট কুঞ্জ বনে।