জানাতে গিয়ে ঈদের শুভেচ্ছা অর্ঘ্য কণ্ঠটা যায় কেনো থেমে!
চোখে অশ্রুর বন্যা থেকে থেকে কেনো আসে নেমে!
হৃদয়টা জগদ্দল পাথরের চাপে হচ্ছে যে আজ খুব পিষ্ট!
রক্তের স্রোতধারা দেখে এ অন্তর হয়েছে বেদনাক্লিষ্ট!
কান্নার আওয়াজ শুনে দুটি কান হয়ে গেছে আজ যেন বধির!
দিকে দিকে মজলুমের হত্যালীলা দেখে মন খানি ভয়ে ভয়ে অধীর!
নিরীহকে এভাবে নির্যাতন করে-নিরস্ত্রকে করে গুলি,
আছে কি ইতিহাসে মনুষ্য সন্তান ছিঁড়ে ফেলে শিশুদের খুলি?
রামদার কোপে কোপে জীবন্ত মানুষের দেহ করে ক্ষত-বিক্ষত?
ঘর-বাড়ি পুড়িয়ে-বাসিন্দা তাড়িয়ে বিজন করে গ্রাম শত?
বর্বর এ জাতির শাস্তি যদি হত, মজলুম ফিরে পেত অধিকার!
ব্যথিত এ মন প্রশান্তির আবেশে শুভেচ্ছা জানাত একবার।