ফোরাতের তীরের সে কান্না প্রতিধ্বনিত হয় নাকি এখানে,
নাফ নদীতে ভেসে ওঠে প্রিয়জনের লাশ খানি যেখানে।
ফোরাত ঘিরে রাখা এজিদের সৈন্যরা যেন এই,
পাষণ্ড সীমারের প্রতিচ্ছবির যেন শেষ নেই।
এজিদের মতো দুঃশাসকেরা হুকুম করেছে জারি দিগ্বিদিক,
অসহায় দুর্বলের ঘরবাড়ি পুড়িয়ে বাস্তুভিটে থেকে তাড়িয়ে দিক।
সীমারের প্রেতাত্মা দিব্যি কেটে ফেলে মানুষের দেহ মাথা চোখ মুখ!
মানুষের কষ্ট দেখে পশুগুলো পায় যেন অবারিত আনন্দ ও সুখ!