মাতা... নাসরুল্লা
(আল্লাহর সাহায্য কখন আসবে?)
-হেলাল আহমদ
মজলুমানের চোখ- খুঁজছে যে চৌদিক- আসছে কি খোদায়ি নুসরত?
খোদার বান্দা সবে-স্ব কাজে ব্যস্ত ভবে-এ নিয়ে ভাবার নেই ফুরসত!
জালিমের তরবারি-শিশু বৃদ্ধ নারী-সবারই কাটছে যে কল্লা!
নিপীড়িত মানব দলে-উদ্বিগ্ন হয়ে বলে-মাতা... নাসরুল্লাহ?
নিজ দেশে কেন তারা-বাস্তুভিটে হারা-প্রশ্নের নেই জানা উত্তর!
বার বার হাতজোড়ে-বলে মিনতি করে-দয়াময়, সহায় হও সত্ত্বর!
জালিমের কামান-মংডু আরাকান-করতে চায় ইমান শূণ্য!
পুড়িয়ে ঘরবাড়ি-তাড়িয়ে নরনারী-উল্লাসে মাতছে হিংস্র সৈন্য!
পাশবিক নির্যাতনে-সর্বহারা নারীগণে-ডুকরে কেঁদে কেঁদে সারা,
ভাইয়ের সামনে বোন-ধর্ষিতা হয় খুন-রুখতে আসবে যে কারা?
ও খোদার বান্দারা-কেন এত চেতনহারা-কানে কি পৌছে না ক্রন্দন?
ভেদাভেদ ভুলে গিয়ে-ইমানী চেতনা নিয়ে-গড়ে তোল ঐক্য বন্ধন।


#২৪/০৯/২০১৭