'ন্যায়ের প্রতীক?' মূর্তি তো ছিল, বিচার কেন পেল না ওরা?
বাপ-মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কেন ই বা ছাড়ল ধরা?
বনানীর সেই ধর্ষিতারা কাঁদছে কেন ন্যায়ের জন্য?
ছড়ানো কেন চারদিকে নকল ও ভেজাল পন্য?
রিজার্ভ চুরির হোতারা আজও কেন সব ছোঁয়ার বাইরে?
আজও কেন সেই তদন্ত রিপোর্টের খোঁজ বা পাত্তা নাইরে?
জনতার সেবক যারা তারা কেন দেখায় ক্ষমতার হাত?
কাউকে 'নিরীহ' নাম দিয়ে কেন করে তার মুখে চপেটাঘাত!
যেখানে অসহায় সতত ঘুরে বেড়ায় একমুঠো খাবারের তরে?
ওনারা শত সঙ্গীসহ কোন বিচারে বিদেশ-বিভুঁই বেড়ান ঘুরে?
দুর্নীতির সেই মহাযুদ্ধ দেখে কি করেন তিনি?
'ন্যায় বিচারের?' থেমিস মূর্তি সযতনে গড়লেন যিনি!
যে ন্যায় থাকে  মূর্তিতে, মুখে কিংবা পত্রিকায়!
সেটা বাদ দিয়ে আসল ন্যায় আসুন বসাই হৃদয়ের আঙ্গিনায়!