-ট্রেন ভ্রমণ-
-হেলাল আহমদ
মজার গাড়ি ট্রেন!
মাথার উপর দিব্য ঘুরে ফ্যান!
আছে আবার এসি!
ফ্যান-এসি দুটোই চলে ভাড়া 'একটু' বেশি!
গতিটা খুব ধীর!
স্টেশনে থামলেই জমে যে খুব ভিড়!
নানান পণ্যের পসরা নিয়ে ব্যবসায়ীরা উঠে!
একটুখানি কামলা খাটতে মুটোর দল ছুটে!
কেউ বেহালা নিয়ে আসে, গায় সুরেলা গান!
কারো দুঃখের কথা শুনে কেঁদে উঠে প্রাণ!
কেউবা এসে জোর খাটিয়ে নিয়ে যাবে চাঁদা!
কেউ আবার ঠকিয়ে নিতে ফাঁদে নানান ধাঁধা!
জীবন-জীবিকার জন্য সবাই ব্যাকুল হয়ে ছুটে!
দিন শেষে যেন সবার মুখের খাবার জুটে!


,
,
,
ট্রেনটা যখন চলে!
কি অপরূপ দৃশ্য সে যে বোঝাই কেমনে বলে!
সবুজ-শ্যামল মাঠ পেরিয়ে, ছাড়িয়ে শত বন!
ট্রেনটা শুধুই চলছে দেখে উথলে উঠে মন!
গ্রাম-শহর-নগর পেরিয়ে পৌছে যায় হাটে!
পেশাজীবী মানুষগুলোর ব্যস্ততায় দিন কাটে!
,
,
,
আমি শুধু তাকিয়ে থাকি,
মুগ্ধ মনে ছন্দ আঁকি,
দ্বিধায় ভোগি এসব ছন্দ করব কি না প্রকাশ?
এভাবে দিনের তিনটি প্রহর,
দেখে বিচিত্র দৃশ্যের বহর,
কেটে যাবে আমার এই বিরল অবকাশ!


(চট্টগ্রাম থেকে ট্রেনে ফেরার পথে)