ক্লান্ত দেহ আর চলেনা বুঝি!
তুমি এইটুকুতেই শেষ!
জীবন তো আর চাট্টিখানি নয়।
তুমি সবে বুঝলে শুধু এই!
আমার আর ভালো লাগেনা জানো!
এইভাবে জীবনটা নিয়ে খেলবে আর কত
সময় কেমন উদাসমুখো উলটপালট ভাব
দেখছি শুধু হতচকিয়ে বলব কি ছাই
বলছি আমি নিরব ভাষায় কত কথা হায়
শোনার মত মানুষতো কাছে পিঠে নাই
দু'চোখটুকু বুজে এলেই জুড়ে আসে ভয়
জগতজুড়ে এত কষ্ট দেখেই আখি অশ্রু সজল
আমায় বল কি পাইলে মুছবে একটু জল
রোগ শোকে ভুগছে মানুষ দেহ বেদনায় নীল
মমতাময় মায়ের চোখ এত দুঃখ কি সয়?
যাও পাখি উড়ে সুখ রাজার দেশে
ফিরে এসো শান্তি নিয়ে এই অভাগার দেশে
আমি এখন যাই চলে শুন্য হিসেব রেখে
তুমি না হয় ভরে দিও ক্ষত একটু মলম মেখে
এই অবেলায় একটু মোরে জড়িয়ে ধরবে জোড়ে
সবভুলে ঘুমোবো আমি তোমার নরম কোলে........