এই শহরে মৃত্যুর গন্ধ ঘুরে!
আকাশ পাতাল জুড়ে শুধু মৃত্যুর স্লোগান!
রাজপথগুলো আর পথ হয়ে নেই..
গর্তে উথালপাতাল মৃত্যুফাদ!


পথে চলে মানুষ
পথে মরে মানুষ!
পথে মারেও মানুষ!
সব মানুষেরেই লীলা..


তুমি আমি আমরা
সকলেই তো মরা
কেউ দেহে, কেউ প্রাণে
এই শহর মৃত্যুর শহর
এই দেশ মৃত্যুর!


প্রতিদিন প্রাণ ঝড়ে গড়ে ষাট
প্রতিদিন পুত্র হারায় কত মা!
প্রতিদিন সন্তানহারা কত বাবা!
প্রতিরাতে নিঃশেষ হয় কত স্ত্রী!
প্রতি বিকেলে  চোখ ভিজে কত শিশুর!


আহারে বাবা! আহারে!
কেউ দেখেনা তাহারে
কেউ শুনেনা কান্নার রোল
কেউ দেখেনা বেদনার্ত শোক
কেউ বুঝেনা আপন হারানোর যাতনা
কেউ করেনা বিচার.
নেই কোন সমাধান।


এ কোন দেশ, এ কোন শহর!
যেখানে নেই নিরাপত্তার বহর
যেখানে জানেনা মা
ফিরবে কি খোকা রাত্রিবিহনে
যেথায় দুশ্চিন্তায় বাবা
আমার কলিজার টুকরা মা
আসবে ফিরে?


এই শহরে মৃত্যু ঘুরে পথে পথে
এই শহর মৃত্যুর শহর
এই শহর ভয়ংকর প্রলয়
এই শহরে জীবন শুধুই অবাঞ্চিত.....