সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাক
নিঃশেষ হয়ে যাক অনলে
ভস্ম কংকালে ছড়িয়ে ছিটিয়ে থাকুক রাজপথ
মাংসের ছাই উড়ে বেড়াক নিষিক্ত বাতাসে
মানুষের নাকে কটু গন্ধ ছড়াক
কানে গুঞ্জন উঠুক আহতদের আর্তনাদ
ছন্দে ছন্দে মিলুক তাদের উচ্ছল নৃত্য
কাদো মানুষ কাদো! সব ভাসিয়ে উজাড় কর
চোখের জলে বন্যা হোক এই নগরের প্রতিটি চোরাগলি
তবুও পাষাণ অন্তরগুলো একটু জ্বলুক
একটু অশ্রু বিসর্জন দিয়ে শোকের গহীনতা বুঝুক
এতগুলো লাশের মুল্য দিবে কোন শুকুরছানা
এত মায়ের বুকের পাষান পাথর নামাবে কোন মানব
এত বাবার নিস্তব্ধ নিথর জবানে কে দিবে শব্দের পণ
আমাকে বুঝাও, একটু বুঝাও!
অবরুদ্ধ চোখের অশ্রু একটু থামাও
সকলেই বলবে দুর্ঘটনা,  বলুক
আমি কোন শালার পো! মানিনা কারও মিঠা বুলি
আমি বলি হত্যা! শকুনের দল তোদের অবহেলায়
তৈরি কৃত্রিম মৃত্যুক্ষেত্র!
আমার অশান্ত আত্মায় কে বুলাবে শান্তির পরশ
অন্তসত্তা স্ত্রীকে বাচাতে না পারার আকুলতায়
আমি এক পাগল স্বামীর আত্মহুতি দেখি
একজন ভাবী বাবার অনাগত সন্তানকে বাচাতে
না পারার এক আকাশ কষ্টের মৃত্যু দেখি
সদ্যবিবাহিতা কনের করূণ বিলাপে মেঘ জমে
দিগন্তহীন আকাশে!
মাবুদ! বল আমাকে, একটু বলোনা
কেন!  কেন!  কেন!
আমি জানি, কেউ আমার হাহাকারে জাগ্রত হবেনা
আজ সত্যিই শোক দিবস!
এই মৃত মানুষগুলোর মাঝে আমি নিজেকে দেখি
নিজের প্রতিচ্ছবি খুজে পাই আহতদের আর্তনাদে
তাদের প্রলয়ংকারী বিভৎস চিৎকারে প্রকম্পিত হয়
শরীর! স্বজনহারাদের করূণ বিলাপে আমি থাকি ভাষাহীন নিরব দর্শক!
আমার মৃত্যু হোক স্বার্থান্বেষী সমাজের বিলুপ্তির সংগ্রামে
আমার মৃত্যু হোক ক্ষুনেধরা অবক্ষয়ী কালচরিত্রের
বিপ্লব উথানে..
এসো শকুনের দল! আমার জানাযায়
পাপিষ্ট হাতে স্পর্শ করোনা আমার শহীদি দেহ!
একাশির ভিড়ে আমি সেই দুগ্ধপোষ্য শিশু!
আমি চিৎকার করি অবিরাম, ফিরিয়ে দাও পিতৃস্নেহ
ফিরিয়ে দাও......


-
চকবাজারে অগ্নিকান্ডে নিহত সকল শহীদদের স্মরণে