টিনের চালে বৃষ্টির অবিরাম ছন্দপতন!
আমার মনের জানালায় তোমার আগমন!
বৃষ্টির টিপ টিপ ছন্দে চোখে লাগে ঘোর!
হৃদয় কুটিরে শুধু নিরব অম্ল পতন!
এমন কেন হল,বলোতো?


দু'জন ই বৃষ্টি দেখি, আমি পাতালে, তুমি উচ্চশৃংঘে
দু'জন ই বৃষ্টির জল মুছে দেই,আমি এখানে তুমি ক্রোশ ক্রোশ দূরে
কত রাত স্বপ্ন দেখে, কত দিন তার মৃত্যু দেখে
কত ঋতু তার সময় সংহার করে


তুমি বয়ে যাও খরস্রোতা নদীর রুপে, আমি পাহাড়ি ঝর্ণার বেশে তোমায় মিহে যাই
আবেগ চলে যায়, আবেশ রয়ে যায়
তুমি চলে যাও, শুধু আমিই রয়ে যাই


টিনের চালে ঝুম বৃষ্টির উন্মাতাল বর্ষণ!
তুমি চলে গেলে, আমি রয়ে গেলাম..
বৃষ্টি শুধু রইল, মাঝে গড়ল স্মৃতির বন্ধন!
ওহে মেঘ! ধুলোঝাড়া দিয়ে মুছে দিয়ো সব!
শুধু থেক তুমি আর অজস্র বর্ষণ!