কবি-লেখকদের ভবিষ্যত কি?  
আপনি যখন আপনার কর্মকান্ডের ফলাফল স্বরূপ কোনো স্থায়ী অথবা যৌক্তিক ভবিষ্যত দেখতে পাবেন না,  তখন সে কাজটা আপনার বিরক্তির কারণ হবে।  সংস্কৃতির টিকে থাকা আজ সাহিত্যিকদের কলমের ডগার শক্তিতে।  অথচ,  এ দেশে আজও কবিদের পরিচয় খোঁচা খোঁচা দাঁড়িতে।  আজও কবিরা দৈন্যতার ঝুলন্ত প্রতীক।  
কবিদের ভবিষ্যত মানে নিরাশার মৃত্যু। কবিদের প্রতি সমাজের করুনা বিগলিত হয় ভালবাসা নয়।  
এমন কেন ?


আধুনিক পৃথিবীতে সব পেশারই উন্নয়ন ঘটেছে একমাত্র কবিদের ছাড়া।
আজও তাদের স্বীকৃতি মেলে সম্মানসূচক (  যা না দিলেই নয়))  পদকে।