কখনও বলিনি তোমাকে,- ভালবাসি  মুখফুটে।
বুকফেঁড়ে দেখাতে পরিনি তোমায়,- না ব'লা শব্দগাঁথা।
মা'গো - মুছে দেওয়া হয়'নি আঙ্গুল ছুঁয়ে চোখের জল ;
হতে পারি'নি হয়তো তোমার আনন্দের কোন কারণ,


মা'গো -ছন্দগাঁথা লেখা হয়'নি তোমাকে ভেবে ; আঁকা হয়'নি বে-রঙ্গীন ছবি
ভালবাসা'র শব্দের গাঁথুনিতে লেখা হয়'নি চিঠি !


বসন্তের মৃদু বাতাসে ভেসে গেছি মা'গো তোমাকে ভুলে


যখন কষ্টের চোরাবালিতে আঁটকে গেছি ; দুঃখের ঝড়ে থমকে গেছি-
বেহায়া সন্তানের মত ভেবেছি তখন তোমায় : কেঁদেছি!


"তোমাকে ভালোবাসি" নিরব ভাষাটি হৃদয়ের গহীন থেকে
ছন্দ মেলে'নি দুঃসময়ে।  তোমার প্রতি আমার ব্যর্থতার গল্প-ই বেশি !


মা'গো -
তোমার চরণে, যত ব্যর্থতা আমার সঁপে দিলাম  ।
মমতার সূতোয় গেঁথে নিও সে ব্যর্থফুলগুলো  !



(১০ :৫ : ২০১৪)