চশমা'র ফ্রেমে ঢেকে রাখা ও চোখ দু'টো তোমার লাল কেন ?
রাত জেগেছো নাকি বিরহী কবিতার  বই মেলে ?
জোছনা - পুকুরে  সাঁতার কেঁটেছো নাকি ভালবাসা ভেজাতে  
নাকি  চেয়ে থাকা চাঁদকে শুনিয়েছ চেঁপে রাখা অব্যক্ত কথাগুলো ?


কাজল লেপ্টে যাওয়া ও চোখ দু'টি তোমার লাল কেন ?
অবুঝ শিশুর মত চোখ ডলেছ নাকি কান্না লুকাতে ?
বুকফাঁটা আর্তনাদ অশ্রু হয়ে ঝড়েছে কি চোখের কোণ বেয়ে  
গভীর নিদ্রা কি ঘিরে ধরেছে তোমায় কষ্টের কোলবালিশে ?
ধ্রুবতারা আমি, জানতে চাই -
ভ্রমরকালো ও চোখদু'টি তোমার লাল কেন ?
হাজার তারার মিটিমিটি আলোয় খুঁজেছ কি আমায় ?
চাঁদের বুকে আবছা ছায়া'কে ভেবেছ কি আমার আমি রূপে ?


আমাকে খুঁজো না পার্থিব এই পদার্থ -অপদার্থের বুকে
অনুভব করো সময়ের ফাঁকে পাওয়া অসময়ের গভীরে।  তবেই পাবে।
বুঝবে তবে কত ভালবািস অদৃশ্য স্পর্শ হয়ে,
ছুঁয়ে যায় তোমার চুল বাতাস হয়ে আলতো ছোঁয়ায়।
তোমার ভেতরেই আছি আমি তোমার অস্তিত্বে।
তোমাতেই খুঁজে পাবে আমায় ; মিশে তোমার ভালবাসায়।
তোমার ভালবাসাকে ভালবেসো,  ওখানেই আমি শুয়ে  ।



৩০ :৮ :১৪