শ্যামলিমা।  একটা গোপন কথা বলি। শোনো।
এই যে অনবরত বৃষ্টিক্ষয়।  অযৌক্তিকভাবে গত কয়েকদিন যাবৎ
আজ সে রহস্য উন্মোচন করবো,-
শোনো শ্যামলিমা


আত্মহত্যা প্রিয় এক প্রেমিকের আমন্ত্রনে আমন্ত্রিত সে
তার প্রকাশ্য ক্রন্দন আড়াল করতে বৃষ্টিকে বন্ধু করেছে।
তুমিও কি নও ?


যে রাতে মৃত্যুরা দলবেঁধে পৃথিবীতে নেমেছিল যমদূতকে ছেড়ে
সে রাতে  মৃত্যু হয়েছিল তার প্রকাশ্য ভালবাসার !
রাজহাঁস অথবা পানকৌড়ি তাকে জলকেলি শিখিয়েছে
চোখের জলে সাগর সৃষ্টির ভয়ে।   তুমিও কি ভীত নও ?


সিগারেটের ধোঁয়ায় তুমি নিকোটিন খোঁজো অহেতুক।  অথচ,-
ধোঁয়াজুড়ে বাষ্পায়িত গোপন কান্না।
ইচ্ছে করেই খোঁজোনা জানি !


যে রাতে সাদা পরীরা তোমার বারান্দায় নেচেছিল
সে রাতে তার গোপন আত্মহত্যা হয়েছিল।  অথচ তুমি -
'খুন' মেনে নিয়েছো  ।


আত্মহত্যা মহাপাপ !!!  তুমিও কি দায়ী নও শ্যামলিমা ?



(২৯ : ৮ : ১৫)