শিরোনামে টাটকা দেমাক,
অচিরেই পাল্টায় রোজ-
দুপুর এর ফাটকা খেলা,
বহুদিন ধরেই নিখোজ।


অগোছালো পরে আছে ছায়া,
কোথা থেকে ভেসে আসে বাঁশি-
একলাই হেটে যেতে হবে,
পারবেই অতি বিস্বাসী।


নিজেকেই মেলে ধরো চিল,
ছায়া ফেলে নীল আকাশে উড়ে-
আমাদেরও পুড়ে যেতে হবে,
কোন এক অজানা দুপুরে।