আমি বেঁচে আছি আড়াইহাজার বছর,
বদ্ধমূল পৃথিবীর নিষিক্ত নিঃশ্বাসে,
জ্বালামুখের উৎসারিত লাভার মত তীব্র হিংস্রতা
আর ব্রহ্মচর্যের নিদারুণ আশা,
সব প্রান্তরের গভীরে ফেলে এসেছি আমি
অবাধ হৃদয়ের অসম নক্ষত্র আলো,
আর সৃষ্টিবাদী ভালবাসার প্রদর্শন-
চোখের আড়াল হয়ে গেছে অনেক আগেই,
আমি বেচে আছি সকল সময়ে
অতঃপর এই ম্লান নীলচে আলোর দীর্ঘ ব্যপ্তিতে
মহাজীবন অবসানের সুতীক্ষ্ণ আকাঙ্ক্ষায়
আমি অপেক্ষায় তোমার জন্য
কোন একদিন জোনাকির আলোর উত্তরাধিকার নিয়ে,
আর চিবুকে ঐশ্বরিক ছায়া নিয়ে
তুমি আসবে বানভাসি উল্লাসে,
পূর্ন হবে আমার স্পষ্টত ইচ্ছাসুখ, অসীম অঙ্গীকার,
সদ্য পাওয়া সংবাদপত্রের মত তোমার আঙুলের ঘ্রাণ,
আর বৃক্ষের মায়ার মত তোমার চোখ,
আমাকে দিয়ে যাবে চিরন্তন মৃত্যুর স্বাদ,
মুক্তি পাব আমি সৃষ্টিবিনাশী জীবন থেকে।