যদি কখনো মিথ্যার চিরন্তন বেসাতির খোলস থেকে বেরিয়ে আসতে পার,
তবে ভালবাসার প্রত্যয়ের জাগ্রত মুহুর্ত আগে
হৃদয়ের অপার সংকুলান পথে হেট কয়েক মিনিট,
যেখানে সুপ্রাচীন সুক্ষ্মতায় জেগে ওঠে মাতৃস্নেহ,
চোখের নিয়তিবাদী স্বপ্নঘোর যেখানে সংশয়বাদী
সেখানে আমি এক নিতান্তই অপ্রত্যাগামী আহবান,
যাকে খুঁজে পেতে হয়ত আভাসিত উৎফুল্ল
বিফলে যাবে,
রচিত হয়ে যাবে ক্লান্তির কয়েক হাজার মহাকবিতা,
যদি পার তবে প্রাচীন শব্দগত প্রেম উৎসারিত হবে একদিন,
সেদিন দুঃসময় চলে যাবে গভীরতর হতাশায়,
যদি তেপান্তরের গঙাফড়িং রুপকথায় বিশ্বাস রাখতে পার,
তবে আলোকবর্ষী জীবনকাল নিয়ে আমি দেখিয়ে দেব,
সব চরিত্র কাল্পনিক নয়।