তোমার হাসিতে মাঙ্গলিক মেঘদূত
আমার শহরে রেখে যায় অক্লান্ত উল্লাস
বিষন্নতার পূৰ্বাভাসের কয়েক মুহুর্ত আগে,
শতাব্দীকাল নিরঙ্কুশ সেই হাসি
আবেশে জাগিয়ে রাখে অনন্তজগৎ,
সেই হাসির উৎসমূল খুঁজতে কোন একদিন
আমি হয়ে যাব যাযাবর বৃষ্টিসিক্ত পথিক,
যে হাসি আমার অবিশ্রান্ত শ্বাপদ অনুভূতি
নিংমষেই বানিয়ে দেয় অতলান্ত আকাশরঙ হ্রদ,
তরতাজা দৃশ্যের ঘ্রাণ নিতে নিতে
চিরন্তন সে হাসির উৎসবে
পথ চিনে নেব সেঁজুতির আলোয়,
কেটে যাক অনন্ত সময়
তবুও আমি চিরকাল হারাব সেই হাসির মায়ার ৷