মিথ্যা শুনিনি ভাই,
এ হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির-কাবা নাই।
      -কাজী নজরুল ইসলাম


দ্রোহের চিরন্তন উপাখ্যান ধমনীতে প্রবাহমান
আর সংহত প্রেমের আরক্তলোচন অভিব্যক্তি,
শ্রমিকের স্বেদাক্ত মুখের তীব্র লালচে আভা
ধর্মজ বাধামুক্ত বিস্ফোরিত লোকজ প্রকল্প,
তোমার কলমের আচড় যেন এক অবিশ্বাসী সাইমুম,
প্রলয়ের সদিচ্ছা নিয়ে তোমার অতৃপ্ত  হৃদয়
বাংলা থেকে প্যারিস,উচ্চাকাঙ্ক্ষী আবেশে ছড়িয়ে দেয়
চাওয়াপাওয়ার অনন্ত শ্লোগান -বিপ্লবের নিত্যতা,
তোমার বিষের বাঁশীর বজ্রনির্ঘোষ গান,
আমাদের স্পন্দনে জাগায় সংগ্রামের রণতূর্য,
সাম্যবাদী কেতন নিয়ে তোমার স্ফুলিঙ্গ-ভাষণ
চির কাপুরুষত্ব ভুলিয়ে হাতে ধরায় স্টেনগান,
প্রেম-স্ফুরণ নির্গত যুদ্ধের স্বপ্নবৎ অঙ্গীকার নিয়ে
মহাবিদ্রোহী নজরুল,তুমি
জাগতিক মানব সাইক্লোনের নিরাশ্রয়ী প্রেরণা।