আমার প্রথম প্রেমিকা,
            
যাকে দেখার পর মনে হয়েছে এর পর
আর কোনও সৌন্দর্য থাকতে পারে না,
যার দিকে  তাকিয়ে আমি থাকতে
পারতাম দশকের পর দশক,
হাতে হাত রেখে নিশ্চুপ ভাবে
কাটিয়ে দেই  আরও কয়েক শতক,
কিন্তু আমার দুঃখ আমার
সৌন্দর্যের দিকে
আমি চোখ রাখতে
পারিনি বেশি দিন।


আমার দ্বিতীয় প্রেমিকা,
            
যাকে পেলে মনে হতো আমার
কোন দুঃখ নেই,
দুঃখের আভিধানিক অর্থ
কি তাও জানি না,
মন থেকে মনের পথ চলল
আরও গভীর হয়ে,
পরে জানি, সে আমার ছিল না,
আমি ছিলাম তার।


আমার তৃতীয় প্রেমিকা,
            
যে আমার সহোদরা
তার সাথেই থাকতে হয়েছে
সবচে বেশি,
তাকে চেয়ে ও পেয়েছি না
চেয়ে ও পেয়েছি
আমি থাকতে চাই নি,সে-ই আমাকে
বাঁচিয়ে রেখেছে
আমার তৃতীয় প্রেমিকা যে
আমার দীর্ঘায়ু কামনা করে,
আমার প্রেমিকারা আজ হয়তো
অন্য কারও বুকে,
আজও অভাব বোধ করি
তোমাদের!
তোমরা করো কি?
জানি না!