সমস্ত অডোটোরিয়াম নিস্তব্দ হ’য়ে রবে;
সোপান বেয়ে তাঁরা প্রবেশ করবে আধারে
বেঁছে নিবে স্ব–স্ব আসন।
তোমার নিবিড় অঙ্গুলি থেকে ঝ’রে পড়বে মৃদু সুরমূর্ছনা !
পবিএ সম্পর্ক আরও সুগভীর হ’তে থাকে;
অঙ্গুলিগুলো নিজস্ব ভেবে টেনে নিবে বুকে
যে সামান্য কষ্টতেই তোমার মাঝে সুখ খোঁজে !
কে, কবে সুখ পেয়েছে ভালোবেসেছে যারে ?
তবুও তুমি তার স্বপ্ন; কয়েক শতক বেঁচে থাকার অনুপ্রেরণা।
সবুজ পল্লব সুশোভিত  হবে তোমার অঞ্জলির স্পর্শে;
দ্রুতবেগে প্রবাহিত হ’তে থাকে দখিনা বায়ু
তোমাদের কোনো গৃহ থাকবে না; রাজপথ যার আপন,
কণ্ঠস্বর প্রতিধ্বনি হ’তে থাকে সমস্ত অডোটোরিয়াম জুড়ে,
একে একে সবাই সোপান বেয়ে নেমে যাবে
তোমার বুকে অধীর ভাবে প’ড়ে  রবে শুধুই একান্তজন।