আকাশের নীল রং বড় ভালোবাসতো,
আমি তাকে নীলা বলে ডাকতাম।


বহু দিনের স্মৃতি আগলে রেখেছি,
অনেকটা পথ হাঁটা শেষে ক্লান্ত হৃদয়--
মাঝে মাঝে হাতড়ায় কিছু,--অকপটে বলে দেয়;
তুমি তো ভীষণ নির্দয় !


সমান্তরাল পথ চলতে গিয়ে,
কত কি ভাবনা খুঁজে পেয়েছিল মন।
সকলের সব আশা পূর্ণতা পেল,
সহজলভ্য ভেবে --খোঁজেনি তাই সারাক্ষণ।


আকাশের নীল রং বড় ভালোবাসতো,
আমি তাকে নীলা বলে ডাকতাম।


কিছু কথা- কিছু আবেগ -আর কিছুটা চপলতা,
সবকিছু নিয়ে রূপের এক ঘনঘটা।
হতভাগ্য মন-- তুই স্মৃতি নিয়ে থাক,
বীভৎস বাস্তবতায় আজ গুমড়ে ওঠে ব্যথা।


লুকিয়ে দেখার ভাগ্য এখন অন্যের হাতে,
শুকিয়ে যাওয়া মালা গুলি  চেয়ে থাকে---
বুঝি উপহাস করে হাওয়ার দোলা লেগে।
রাতের আকাশটা ও হাতছানি দিয়ে ডাকে।


আকাশের নীল রং বড় ভালোবাসতো,
তাইতো বিষে-বিষে আমিও নীল হয়ে যেতে চাই।


০১/০৮/২০২০
ভাকুড়ী ঘোষপাড়া,
বহরমপুর, মুর্শিদাবাদ