বিপদের কালো মেঘ ঘনিয়ে আসছে,
উপভোগ করে নাও আজ বসন্ত।
যে কোন সময়ে ঝরে পড়তে পারে রক্ত,
আসলে কেও নেই আর সাধু সন্ত।


ফুটিফাটা খরার মাঝে এক পশলা বৃষ্টি,
সকলেই যে করে  প্রত্যাশা।
তোমার বাড়ির উচ্ছিষ্ট আঁস্তাকুড়ে,
আমর হাঁড়িতে ফোটে শুধু হতাশা।


বিপদের কালো মেঘ ঘনিয়ে আসছে,
যদি পারো বুঝে নিতে অধিকার।
হাতের লাঠিখানা শক্ত করে ধরো,
প্রতিরোধ ই গড়ে তুলবে প্রতিকার।