মেঘলা আকাশ,
আদ্র বাতাস কেঁদে যায় ;
ভাগাড়ে শকুনের মতো।
করিম চাচা কোথায় আছো?
নিরুদ্দেশে গেছে কবরের পথে,
শুধুই যন্ত্রণা আর কাতরানো ;
                  লাশের পর লাশ।
ভাব ছিলো, আশা ছিলো।
পাশাপাশি গ্রাম, ভালবাসাও ছিলো।
দুধ ছিলো, শিশু ছিলো ;হাসি ছিলো।
নেই-। কেবল বয়ে যাওয়া ধারা ছাড়া।
দুপুর রাত ;
বাতাস শান্ত হয়,
অন্ধকার চুপিচুপি ঘরের দরজা আঁটে।
আপনজন খুঁজে ফেরে আপনার ধন।
করিম চাচা বেঁচে আছো ?