নিস্পাপ শিশুটি,
নিস্পাপ চাহুনি,
কড়া পড়ে গিয়েছে।
প্রথম পরিচয়ের মতো,
ভালোবাসার অঙ্গীকারের মতো,
চাপা পড়ে গিয়েছে।
নীল আকাশের বুকে,
ভোকাট্টা ঘুড়ির মতো,
অজানা আশঙ্কায় পাঁক খেতে খেতে।
মা এর নজর, বাপের আদর,
আসলে ওটা একটা বাঁদর।
স্কুলের গণ্ডি, বাপের দণ্ডী,
ফ্যাশন এর লণ্ড্রী ......
মিলেমিশে গুবলেট যত।
বাপের হোটেল,বারবার ফেল,
বাইক চেপে ঝিঙ্কুমনিতে নজর,
আসলে ওটা তো বাঁদর।
ঘুনেধরা সমাজে ঘুনেপোকা হয়ে,
নিস্পাপ শিশুটি হায় হারিয়ে যায়,
আকাশের বুকে ..........
খসে যাওয়া তারার মতো!
___________________