চাঁদের চেয়ে সুন্দরী তুমি,
ওগো আমার প্রিয়া।
স্বপ্ন দিয়ে ভরিয়ে দেব,
তোমার ঐ হিয়া।
কলঙ্কিত চাঁদ বুঝি আজ,
তোমায় দেখে কাঁদে।
ছড়ানো চুলে মুচকি হাসি,
চাঁদের বুকে বেঁধে।
মনটাকে দাও রঙিন করে,
স্বপ্ন দাও গো চোখে।
মিলবো মধুর মিলনেতে,
থাকবো পরম সুখে।
তোমায় দেখে দুঃখ চাঁদের,
রাগেতে সে চটা।
কোথা থেকে পাচ্ছে সে আজ,
এমন রূপের ছটা।
চাঁদকে বলি রাগ করোনা,
মাথার উপর তুমি।
চন্দ্র বিন্দুর মাথা করে হেঁট,
খোকা ভোলাও তুমি।
আমার প্রিয়ার রূপের ছটা,
সবথেকে আজ প্রিয়।
মাতবো যখন প্রেমের লীলায়,
জ্যোৎস্না তুমি দিয়ো।
          ________