একটি মেয়ের গল্প বলি,
দুঃখ যে তার আকাশ ছোঁয়া ;
বাপের আদর নাই বা পেল,
মিটলো না তার চাওয়া পাওয়া।
ছোট্ট সুখের সংসারে সে ---
আলোর মতো মুখ,
দমকা হাওয়ায় ভাঙলো সে ঘর,
হারিয়ে গেল সুখ।
একদিন মা অধম বাপের,
ধরে ছিলো হাত,
পালিয়ে যাওয়া কাল হলো তার,
কেউ দিলোনা সাথ।
কষ্টে তাদের কাটছিলো দিন;
পেট যে বড় বালাই।
দুঃখীর ঘরে সোনার খুকি,
কেমনে পেট চালায়।
ছোট্ট খুকি পেটের জ্বালায়,
ডুকরে ওঠে কেঁদে।
অভাবী বাপ তুললো যে হাত,
মারলো মা কে বেঁধে।
ভালবাসা পালিয়ে গেলো,
অভাব অনটন।
ছোট্ট খুকির কান্না শুনে,
ভাঙলো বাপের মন।
নেশায় নেশায় বুঁদ হয়ে তার,
হারিয়ে গেলো বাপ।
যৌবন আজ কাল হলো মা-র,
রূপ যে অভিশাপ।
উড়ে এলো চিল শকুনি,
খেল খুঁড়ে ফুঁড়ে।
ছোট্ট খুকি চোখের জলে,
রইলো একা পড়ে।
--------------