মেঘের আনাগোনা,
দু চার ফোটা ঝরে যায়,
গাছের মতো দাঁড়িয়ে আমি ;
বেড়ে ওঠার শিহরণ বুকে।
আমার শক্তি আজ দ্বিগুণ,
তোমার পূর্ণ সম্মতিতে।
চঞ্চল বালকের মতো,
জলে ভিজে ; কাদা মেখে।
তুমি আর আমি,
পূর্ণতার আহ্বানে ;
মিলেমিশে একাকার আজ ...
ফেলে রাখি যতসব অগোছালো কাজ।
আজ আবার নতুন সূর্য,
আলো ঝলমলে।
শিহরণ ছড়ানো হৃদয় ...
                 উঠুক দুলে।
      --------------