সূর্যগলা আকাশের প্রতি কোন,
ভেসে ওঠে ওদের মুখ।
হতাশার প্রতিবিম্বে; সদ্য খুন হওয়া,
রামধনুর সাত রাঙা সুখ।
বাঁচাতে চেয়েছিল ওরা,
খড়কুটো আশ্রয় করে।
দুঃখ ভুলে ; দুচোখের স্বপ্ন,
বিলিয়ে ছিলো অঞ্জলি ভরে।
ভাবতে ভাবতে উদাসী মন কাতরায়,
বিষণ্ণমন যেন কিছু হাতড়ায়।
কচি ঐ মুখ গুলো এখনো আকাশপটে,
অকাতরে আজ শুধু কাতরায়।


স্বার্থলোলুপ লোভ লালসার,
উন্নত এই হাতিয়ার।
দারিদ্র্যতার পাহাড় চাপে,
কী করবে তার ক্ষতি আর?
সন্ত্রাস আর হত্যা লীলার,
শুরু হয়  ইতিহাস।
বঞ্চনার ঐ নিষ্ঠুর জালে,
শুধুই হাসফাঁস।
এমন ভাবেই মারছে তারা,
মরছে পড়ে পড়ে।
আকাশপটে মুখ গুলো ঐ,
ওঠে যুগযুগান্তর ধরে।
-------------------------