তোমার জন্য হন্যে হয়ে ,
                 ভাবছি নদী হব।
পাহাড়, পর্বত চিরে স্রোতে ভাসিয়ে দিয়ে ;
                            খুশি হব।
সমাজসেবা মন নিয়ে দৌড়ে যাব,
গড়িয়ে যাব তোমার বাড়ির পাশ দিয়ে।
তোমার ক্লান্ত মুখ,
                  আমার ভীষণ দুখ।
বিন্দুতে বিন্দুতে জমে যাব,
                    তোমার মুখে ;
মুছে মুছে রক্তাক্ত মুখে,
                   তখন তুমি দুখে;
                    আমি ভাববো।
বিরক্তিতে আমায় যদি করে রাখো আবদ্ধ,
                    তোমার চুলে।
শান্ত হয়ে বয়ে যাব, বুকের গভীর খাত দিয়ে।
পথ দেখিয়ে তুমিই না হয় হয়ো ভগীরথ।
বিপথে বিপদে দিয়ো আমাকে সাথ।
             ----------------