মাগো,
একটা কালো রাত,
বোম বারুদ ভরা বাতাস।
সন্তান হারা জননী খোঁজে,
        লাশের পর লাশ।


স্বপ্ন ছিল ছোট্ট বুকে,
        বাঁচবো স্বাধীন ভাবে।
বন্দুক -ই আজ পথ দেখাবে,
         অভাবীর অভাবে।


মাগো, তুমি কাঁদবে নাকো ;
         বোন দুটিকে দেখো।
নোংরা সমাজ নোংরা মানুষ,
         ওদের আগলে রেখো।


কষ্ট তোমার চোখে মুখে,
        বুঝতে দাওনি তুমি।
সমাজ ঘুরে সব বুঝেছি,
       বড় হয়েছি না আমি।


তুলে নিলাম হাতে বন্দুক,
       এটাই যে শেষ পথ।
কাঁদবে বলেই পালিয়ে গেলাম,
         মিলবে না যে মত।


হয়তো আমি থাকবো না কো,
          কাঁদবে না তুমি আর।
খোকা হয়ে তোমার কোলে,
          আসবো ফিরে আবার।


বঞ্চনা একদিন ঠিক হবে সব,
         অভাব যাবে চলে ।
বোন দুটিকে শিক্ষিত কোরো।
          গেলাম আমি চলে।
                                   ইতি,
                            তোমার খোকা।
      -----------------------